তারেক রহমান ও মির্জা ফখরুলসহ ৯ জনের বিরুদ্ধে মামলা খারিজ
জননেত্রী পরিষদ সভাপতি এ বি সিদ্দিকির করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৯ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।
মির্জা ফখরুলের আইনজীবী আব্দুস সালাম হিমেল এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, আদালতে বাদী হাজির না হওয়ায় বিচারক ফৌজদারী কার্যবিধির ২৪৭ ধারায় মামলা খারিজের আদেশ দেন।
এর আগে ২০১৯ সালের ৫ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী।
তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আরও যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিলো তারা হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বুয়েটের বহিষ্কৃত শিক্ষক হাফিজুর রহমান রানা ও ছাত্রদল নেতা এমদাদুল হক ভূঁইয়া।
আরজি থেকে জানা গেছে, ২০১৯ সালের গত ২৩ জুলাই রেজিস্ট্রি চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় নিরাপত্তা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন এ বি সিদ্দিকী।