হবিগঞ্জে বন্যায় ২০ গ্রামের মানুষ পানিবন্দি
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। জেলার খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। শহরতলীর জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করছে। এতে করে রিচি ও লোকড়া ইউনিয়নের হাওরে রোপা আমন ও মৎস্য খামারিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এ কারণে নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসী গতকাল বুধবার রাতে বাঁধ মেরামতের কাজ করেন। খোয়াই নদীর চরহামুয়া-কালিগঞ্জ এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিলে রাত জেগে বাঁধে কাজ করেন স্থানীয়রা। অন্যদিকে, শহরের জালালাবাদ এলাকায় বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে অন্তত ২০টি গ্রামের নিচু এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানায়, খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ১৯৯ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২০ এবং শহরের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি আজমিরীগঞ্জ ও মার্কুলি পয়েন্টে ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।