খালেদা জিয়াকে নিয়ে সিনেমা তৈরি না করতে আইনি নোটিশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ‘আপসহীন’সিনেমা তৈরি থেকে বিরত থাকতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সভাপতি ও চিত্রনায়ক হেলাল খান, সফররাজ আনোয়ার এবং বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারিকে নোটিশটি পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয়তাবদী আইনজীবী ফোরামের মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠিয়েছেন।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “দেশের বিভিন্ন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে ‘আপসহীন’ নামে মুভি তৈরির সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অথচ খালেদা জিয়া বা তাঁর পরিবারের পক্ষ থেকে এই ধরনের চলচ্চিত্র করার সম্মতি দেওয়া হয়নি। আমরা মনে করছি, তারা একটি অসৎ উদ্দেশে খালেদা জিয়ার নাম ভাঙিয়ে মুভি তৈরির অপচেষ্টায় লিপ্ত। তাই আমি আইনজীবী হিসেবে হেলাল খান, সফররাজ আনোয়ার ও বাংলাদেশ ফ্লিম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের (বিএফডিএ) জেনারেল সেক্রেটারিকে নোটিশ পাঠিয়েছি।”
নোটিশে আগামী পাঁচ দিনের মধ্যে হেলাল খান ও সফররাজ আনোয়ারকে জবাব দিতে এবং এই প্রক্রিয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।