রাশেদ খান মেনন গ্রেপ্তার : শুক্রবার তোলা হবে আদালতে, চাওয়া হবে রিমান্ড
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সন্ধ্যা ৭টার দিকে ডিএমপির পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া বিভাগ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, রাশেদ খান মেননকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, আগামীকাল শুক্রবার রাশেদ খান মেননকে আদালতে তোলা হবে। চাওয়া হবে রিমান্ড।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।