সিলেটের সঙ্গে রেল চলাচল শুরু
প্রায় দেড় দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে সিলেটের রেল চলাচল। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ঢাকা-সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, পানি নেমে যাওয়ায় বর্তমানে অবস্থা স্বাভাবিক আছে। তাই ট্রেন চলাচল শুরু করেছে।
এর আগে বন্যার পানিতে হবিগঞ্জে রেললাইন ও রেলসেতু ডুবে যাওয়ায় গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ। পলে আজ শনিবার সকাল পর্যন্ত ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রুটে কোনো ট্রেন চলাচল করেনি।
তার আগে ২১ আগস্ট অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শায়েস্তাগঞ্জ-লস্করপুর সেকশনের ২৬০/৯ থেকে ২৬১/১ কিলোমিটার পর্যন্ত ৯৮ নম্বর রেল সেতুর গার্ডার সমান পানি হওয়ায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করে বন্ধ রাখা হয়।