প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠাবেন যেভাবে
দেশের পূর্বাঞ্চলে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিস্তৃত অঞ্চলের মানুষের সহায়তার জন্য একটি বিশেষ ব্যাংক হিসাব খোলা হয়েছে। এটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত।
গতকাল শুক্রবার (২৩ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে জানানো হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে অনেকেই ক্ষতিগ্রস্তদের সাহায্য করার আগ্রহ প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে এই সহায়তার আগ্রহকে স্বাগত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী অর্থ সহায়তা পাঠানোর ঠিকানা—হিসাবের নাম : প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর : ০১০৭৩৩৩০০৪০৯৩।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণের কাজে ব্যবহৃত হবে এবং সরকারের পক্ষ থেকে পাঠানো অর্থ কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করা হবে এবং এর যথাযথ হিসাব রাখা হবে।