এই গ্রাফিক কার্ডটি এনটিভির না
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/25/ntv.jpg)
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় অর্জন করেছে বাংলাদেশ। আজ রোববার (২৫ আহস্ট) ১০ উইকেটে পাকিস্তানকে ধরাশায়ী করে বাংলাদেশের মানুষ যখন উচ্ছ্বসিত, ঠিক সেই সময়ে ছড়ানো হচ্ছে গুজব। জনমনে বিভ্রান্তি ছড়াতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সচেষ্ট। এরইমধ্যে এনটিভি অনলাইনের নাম, লোগো ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে তৈরি গ্রাফিক কার্ড প্রচার করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা গণমাধ্যম এনটিভি অনলাইনের না।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/25/ntv_in.jpg)
এনটিভি অনলাইনের কাছে পৌঁছেছে গুজবে ব্যবহৃত এমন একটি গ্রাফিক কার্ড। গুজবে জড়িত ফেসবুক একটি আইডিও শনাক্ত করা হয়েছে। সেখানে লেখা আছে, ‘এবার সাকিবের বিরুদ্ধে তিন পাকিস্তানি হত্যার অভিযোগ।’ তার আইডি থেকে জানা গেছে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের ‘গ্রুপ ক্রিয়েটিভ ডিরেক্টর’। তিনি কার্ড প্রচার করার আগে লিখেছেন, ‘হা হা হা...টেস্ট বিজয়ে’। অভিনন্দন বাংলাদেশ!
এমন গুজবে কান না দিয়ে পাঠক, দর্শক, শ্রোতাদের এনটিভি অনলাইনের ওয়েবসাইট ntvbd.com, এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউবে চোখ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।