ছাত্র-জনতার রক্তের হিসাব নেওয়া হবে : আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, ‘অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী স্বৈরাচার সরকার গত ১৭ বছর যেভাবে দেশে গুম-খুন-হত্যা, জুলুম, নির্যাতন চালিয়েছে, ছাত্র-জনতার গণ-আন্দোলনে ছাত্র ও জনতার ওপরে যেভাবে গুলি করেছে, এর প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে। প্রত্যেকের রক্তের হিসাব নেওয়া হবে।’
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত পল্লবী থানার ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মো. আসিব মিয়ার পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা দেওয়ার সময় আমিনুল হক এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘গণহত্যাকারী প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় উঠাতে হবে। বাংলার মাটিতেই তাদের বিচার করা হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ দেখবে–কীভাবে স্বৈরাচারের শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর এলাকায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, প্রচার সম্পাদক আহসানুল হক চৌধুরী, পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম, পল্লবী ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, পল্লবী থানা মহিলা দলের সদস্য সচিব সৈয়দা দিলারা পলি, পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরুল আলম, সদস্য সচিব সোহেল বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. মামুন, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি এমডি হালিম ও সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।