বায়তুল মোকাররম পরিদর্শনে ধর্ম উপদেষ্টা, ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে আকস্মিকভাবে মসজিদ পরিদর্শনে যান তিনি। সেখানে ধর্ম উপদেষ্টা মসজিদের বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গেও কথা বলেন। মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। তিনি এই লাইব্রেরিকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার অভিপ্রায় ব্যক্ত করেন। এ ছাড়া লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।
পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা মসজিদের সিঁড়িতে যত্রতত্র নানা অব্যবস্থাপনা দেখতে পান। একইসঙ্গে মসজিদের শৌচাগার, ওযুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি জাতীয় মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মসজিদের দোকান ভাড়া থেকে প্রাপ্ত অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পরিদর্শন শেষে উপদেষ্টা গণমাধ্যমকে ব্রিফ করেন।
এ সময় ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।