অসুস্থ হাজী সেলিম, ঢামেক হাসপাতালে চলছে চিকিৎসা
কলেজছাত্র খালিদ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে ছিলেন সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। এ অবস্থায় গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনি অসুস্থ হয়ে পড়েন। দিনগত রাত পৌনে ১২টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে।
গত ১ সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। পরে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। নিহত খালিদের বাবা কামরুল হাসান গত ১৯ অগাস্ট লালবাগ থানায় এ মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাসহ মোট ৫১ জন আসামি।
গ্রেপ্তারের পরদিন হাজি সেলিমকে সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।
হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও হত্যাসহ নানা অপকর্মের অভিযোগও রয়েছে।