মধ্যরাতে সংঘর্ষে জড়াল বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে সংঘর্ষ হয়েছে। এতে ৪০ জন আহত হয়েছে। এ সময় বিএম কলেজের প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর চলে।
পুলিশ জানায়, নগরীর চার্চ মিশন রোডের বাসিন্দা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরীর পরিবারের সঙ্গে জমি নিয়ে পাশের একটি পরিবারের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী তাসনুভাদের বাসায় যায়। খবর পেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বিএম কলেজের শিক্ষার্থীরা নগরীর বটতলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পেয়ে মারধর করে।
সহপাঠীদের মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী একটি বাসে করে সেখানে গেলে বিএম কলেজের শিক্ষার্থীরা সেই বাসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে চালকসহ ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিএম কলেজে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।