সায়েন্সল্যাবে সংঘর্ষের ঘটনায় আহত ১৫
রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বর্তমানে সায়েন্সল্যাব এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, দুই কলেজের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে আর সংঘর্ষ হচ্ছে না। আমরা দুই পক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা রাস্তা ছেড়ে চলে গেছে।
পাভেল নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুপুর একটার দিকে সংঘর্ষে জড়ায় প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা। সংঘর্ষের দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনেকের হাতে লাঠিসোটা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ রানা এনটিভি অনলাইনকে বলেন, এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসা নিতে এসেছে। এর মধ্যে আইডিয়াল কলেজের তিন জন রয়েছে।
আহতরা হলেন ঢাকা কলেজের মশিউর রহমান (১৭), আব্দুল্লাহ (১৮), তৌহিদুর রহমান তানভীর (১৭), বাদল (১৭), সামির (১৫), তাহমিদ সালেহ (২১), আব্দুল্লাহ (১৮), আরিফ (১৯), শামীম (১৭), বখতিয়ার (১৮), মো. শামীম (১৭), নিশাত (১৬), হুজাইফা (২৩), ইয়াসিন (১৮) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী উসাইব (১৮)।