সিলেটে ব্যবসায়ী-অটোরিকশাচালক সংঘর্ষে আহত ৩০
সিলেট নগরীর বন্দরবাজারে ব্যবসায়ী এবং সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয় শতাধিক গাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দোকানের সামনে অটোরিকশার যাত্রী নামানো নিয়ে বিরোধের জেরে শুরু হয় দ্বন্দ্ব। পরে তারা দফায় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আম্বরখানা পর্যন্ত। বিকেল ৩টায় দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসার চেষ্টা করে পুলিশের একটি দল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের সামনের রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী উঠানো-নামানো নিয়ে বেশ কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। আজ দুপুর ১টার দিকে মার্কেটের সামনে একটি অটোরিকশা যাত্রী নামিয়ে ভাড়া নিতে গেলে ব্যবসায়ীরা গাড়ি সরাতে বলেন। এ সময় ওই অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে কয়েকজন অটোচালক জড়ো হয়ে ব্যবসায়ীদের দিকে মারমুখী হন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে কিছুক্ষণ পর সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
লাঠিসোঠা নিয়ে ঢিল ছুড়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এ সময় অর্ধশতাধিক গাড়ি ও সিটি মার্কেটের পাঁচটি দোকান ভাঙচুর করা হয়। ঘটনার পর বন্দরবাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখে অটোরিকশাচালকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শাহরিয়ার আলম (সদর ও প্রশাসন, অতিরিক্ত দায়িত্ব-উত্তর) বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে আসি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। এখন দুই পক্ষকে নিয়ে পুলিশ বৈঠকে বসবে। জনগণের যাতে কোনো ধরনের ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখবে পুলিশ।’