অপরাধীদের দ্রুত বিচারের নিশ্চয়তা ছাড়া অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা ম্লান হয়ে যাবে : রিজভী
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আইনের শাসন কায়েম করে জুলাইয়ের সব হত্যাকারী ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে ম্লান হয়ে যাবে। ইউনুস গুড উইল বলে একটা কথা আছে। ইউনুস গুড উইলের আমরা প্রতিফলন দেখতে চাই। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে তিনি এ কথা বলেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ মাহমুদুর রহমান সৈকতের মোহাম্মদপুরের বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা দিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন রিজভী। এ সময় শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে রিজভী বলেন, তিনি অবৈধ লুটের ক্ষমতা ধরে রাখার জন্য পুতুলের মত নিষ্পাপ শিশু, বাচ্চাদের রক্ত ঝরাতে দ্বিধা করেননি।
রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সবার সমর্থন আছে, কিন্তু কাজের গতি যদি স্লো হয়, যদি অত্যন্ত নিম্নগতির হয় তাহলে দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। আপনারা একটি বিপ্লবী সরকার। এই কিশোর বাচ্চাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবী কাঁপানো যে বিপ্লব হলো ৫ আগস্ট আপনারা তার সরকার। ওই সমস্ত অপরাধীরা ঘুরে বেড়ায় তারা পিকনিক করে লাঠি মিছিল করে আর আপনারা যদি নিশ্চুপ থাকেন তাহলে তো আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শহীদ মাহামুদুর রহমান সৈকত নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের মুক্ত বাতাসে নিয়ে এসেছে। কিন্তু তার সপ্ন ছিল, অদম্য প্রত্যয় ছিল। একজন ভালো ছাত্র। একজন ক্রিকেটার হতে চেয়েছিল। এই দেশকে তার আরও অনেক দেওয়ার ছিল। অথচ তার আগেই তাকে বিদায় নিতে হয়েছে। তার বিদায় স্বাভাবিক ছিল না। তার মতো শহীদদের জীবনের আত্মত্যাগের মধ্য দিয়ে গোটা জাতি কারাগার থেকে বেরিয়ে বিশুদ্ধ বাতাস নিতে পারছে। কিন্তু সৈকতের মত এমন টগবগে একটি কিশোর ছেলের স্বৈরাচারের গুলিতে মারা যাওয়ায় আজ গোটা দেশ, গোটা জাতি শোকে স্তব্ধ।