পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপিসহ ২৩ কর্মকর্তা বদলি
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৩ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এ বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার মীর আশরাফ আলীকে ঢাকার বিশেষ শাখার উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খানকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীর কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে, পিবিআই ঢাকায় ডিআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি হাসিবুল আলমকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুনকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়কে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার যায়েদুল আলমকে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (খাগড়াছড়িতে সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়কে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার খোন্দকার নূরুন্নবীকে পুলিশ ট্রেনিং সেন্টারের (নোয়াখালীতে সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়কে পুলিশ ট্রেনিং সেন্টারের (খুলনায় সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হামিদা পারভীনকে এপিবিএন হেডকোয়ার্টার্সের (ঢাকায় সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত ডিআইজি মো. মোকতার হোসেনকে বাংলাদেশ পুলিশ একাডেমির (রাজশাহীতে সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলামকে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের (খাগড়াছড়িতে সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, ঢাকার বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাকে রেলওয়ে পুলিশের (ঢাকায় সংযুক্ত) অতিরিক্ত ডিআইজি, রংপুর মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পালকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম মাহাতাব উদ্দীনকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাককে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এস এম রশিদুল হককে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনকে রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশালের পুলিশ সুপার এবং রংপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেনকে এন্টি টেররিজম ইউনিট, ঢাকার পুলিশ সুপার করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।