নদীর পানি কেবল রাজনীতির নয়, কূটনীতি-অর্থনীতিরও বিষয় : পরিবেশ উপদেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/22/pribesh_updessttaa.jpg)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকারি পর্যায়ে কোনো নীরবতা বা নিষ্ক্রিয়তা যদি থেকে থাকে, সে দিনটি শেষ হয়ে গেছে। নীরব থাকার সময় শেষ হয়ে গেছে। একটি কথা মাথায় রাখতে হবে—নদীর পানি কেবল রাজনীতির না, এটি কূটনীতি, অর্থনীতিরও বিষয়।’
আজ রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামের নিজ কালিকাপুর এলাকায় বন্যায় ভাঙন কবলিত বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘উজানের দেশ ভারতের সঙ্গে শুধু এ নদী-কেন্দ্রিক সমস্যা নয়, প্রায় সবগুলো নদী নিয়েই সমস্যা। আমাদের ৫৭টি অভিন্ন নদী রয়েছে। কিন্তু এখনও চুক্তি স্বাক্ষর করতে পারিনি। তিস্তা নিয়েও তা পারিনি। বন্যায় অভ্যস্ত না হওয়ার কারণে আপনাদের কাছে এটি অস্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু তিস্তা পাড়ের মানুষের এমন বন্যায় প্রতিবছর দুঃখ করতে হয়। এটি এভাবে চলতে পারে না।’
এ সময় পানিসম্পদ সচিব নাজমুল আহসান, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।