চাঁদবাজির অভিযোগ, তিনজনকে আটক করেছে সেনাবাহিনী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/24/atok_0.jpg)
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড নবাবগঞ্জ বেড়িবাঁধের সাপ্তাহিক মেলায় চাঁদা আদায়ের সময় তিনজনকে ধরে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বলেন, চাঁদবাজির অভিযোগে সাধারণ জনতার সহায়তায় সেনাবাহিনী তিনজনকে আটক করে। তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিরা হলেন–খলিল, সুমন ও আনোয়ার।