অপরাধী হলে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা উচিত : ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধ করে থাকলে তাকে প্রত্যর্পণ করা উচিত। আর তিনি যদি অপরাধ করে থাকেন, তাহলে তাকে বিচারের আওতায় আনা উচিত।
মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার (২৫ সেপ্টেম্বর) ড. মুহাম্মদ ইউনূস একথা বলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে নিউইয়র্কে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
ক্লাইমেট ফরওয়ার্ড সামিটে প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা উচিত কি না? এর জবাবে ড. ইউনূস বলেন, ‘কেন উচিত হবে না? তিনি যদি অপরাধ করে থাকেন, তাহলে তাকে প্রত্যর্পণ করে বিচারের আওতায় আনা উচিত।’
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা করছেন কি না। জবাবে ইউনূস বলেন, ‘আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমি প্রতিদ্বন্দ্বিতা করব?’
ড. ইউনূস জানান, বাংলাদেশে কবে নির্বাচন হবে সেই সময়সীমা ঠিক করা হয়নি। যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেগুলো আগামী মাসে তাদের সংস্কার সুপারিশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। তারপরে দেশে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।
ড. ইউনূস বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য সর্বাধিক মুনাফা করা, যার মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠীর হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে এবং ব্যাপক বর্জ্য তৈরি হচ্ছে। আমরা যে অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছি, তা এই গ্রহ ধ্বংসের মূল চাবিকাঠি। মানুষ একটি আত্ম-ধ্বংসাত্মক সভ্যতা তৈরি করেছে।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে ধনী দেশগুলোর করা জলবায়ু ক্ষতির বোঝা বহন করা উচিৎ না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা আমাদের ওপর যেসব ধ্বংসের ভার চাপিয়েছেন, তার ভার কেন আমরা বহন করব? কম বর্জ্য উৎপাদন ও জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানোর দায়িত্ব ধনী দেশগুলোরই বহন করা উচিত।’