বালুর ট্রাক থেকে সাড়ে তিন কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস উদ্ধার
হবিগঞ্জের মাধবপুরে বালুভর্তি ট্রাকের ভেতর থেকে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়িসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বালুভর্তি ট্রাকটি আটক করে বিজিবি।
পরে ট্রাকের বালু সরিয়ে কয়েকটি বস্তাভর্তি অবস্থায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাপড় ও কসমেটিকস বের করা হয়। তবে বিজিবি আসার খবর পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
বিজিবি হবিগঞ্জের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি দল বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকে বালুর নিচে লুকিয়ে রাখা ভারতীয় এক হাজার ৯০০ পিস শাড়ি, ২০ হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২টি ক্লোপ জি ক্রিম উদ্ধার করা হয়। এসব পণ্যের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৫০ লাখ টাকা হবে বলে ধারণা করা হয়।
আজ শুক্রবার জব্দকৃত মালামাল জেলা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে বলেও জানান লে. কর্নেল ইমদাদুল বারী।