কর্মীরা দেরিতে ঘুম থেকে ওঠায় বিএনপিনেতার অভিনব পদক্ষেপ
দলীয় নেতাকর্মীরা নানা কারণে ব্যস্ত থাকার পাশাপাশি রাত জাগার অভ্যাসও রয়েছে। ফলে ঘুম থেকে উঠতেও দেরি হয় তাদের। এতে রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহতের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন নেতাকর্মীরা। তাই তাদের রক্ষার জন্য অভিনব এক পদক্ষেপ নিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
অভিনব এক পদক্ষেপের অংশ হিসেবে শহর থেকে গ্রামাঞ্চলে নেতাকর্মী এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে প্রতিনিয়ত নানা আয়োজন করে যাচ্ছেন।
জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ বিষয়ে জানান, দলীয় নেতাকর্মীরা নানা কারণে ঝিমিয়ে পড়েছিলেন। দেরিতে ঘুম থেকে ওঠার প্রবণতাও ছিল। তাই নেতাকর্মীদের পাশাপাশি যুব সমাজকে জাগ্রত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের দাবি, এই আয়োজনের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা সুস্থ, মাদকমুক্ত ও খারাপ কাজ থেকে বিরত থাকার পাশাপাশি সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।