ময়মনসিংহের দুই উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ধোবাউড়ায় নেতাই নদীর বাঁধ ভেঙে সাতটি ইউনিয়নের প্রায় ২০ হাজার বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজি বাগান ও মাছের খামারসহ কৃষকের রোপণকৃত আমন ফসল। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।
এদিকে, হালুয়াঘাট উপজেলার ১২টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল, সবজি বাগান ও মাছের খামারসহ বিস্তীর্ণ মাঠ। ঘরবাড়িতে পানি প্রবেশ করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কিছুটা কমে এলেও আজ সকাল থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন বলেছেন, রাতে পানিবন্দি বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ছিল না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্গতদের জন্য শুকনো খাবার সরবরাহসহ সব ধরনের সহায়তার চেষ্টা করে যাচ্ছি।’