যাবতীয় প্রস্তুতি শেষ, আজ জাগ্রত হবেন দেবী দুর্গা
সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বোধনের মাধ্যমে দেবী দুর্গা জাগ্রত হবেন। আগামীকাল বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব শুরু হবে। এবার দেবী দুর্গার আগমন পালকিতে এবং বিদায় ঘোড়ায় চড়ে।
রাজধানীসহ দেশজুড়ে প্রায় সব মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা প্রস্তুত হয়ে গেছে। কোথাও কোথাও প্রতিমা স্থাপনের কাজ শেষ। মণ্ডপ সাজানোর কাজও চলছে পুরোদমে। তবে কয়েকদিন বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে ৩২ হাজার ৪০৮টি দুর্গাপূজা হয়। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ছিল ২৪৫। তবে সারা দেশ ও ঢাকায় এবার কতটি পূজা হচ্ছে, তা এখনো জানায়নি পূজা উদ্যাপন পরিষদ। তবে সরকারি হিসাব মতে, এ বছর সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।
রাজধানীর গুলশান–বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশন এবারও বনানীর মুস্তাফা কামাল আতাতুর্ক পার্কে দুর্গাপূজার আয়োজন করেছে। সেখানে আজ সকালেও মণ্ডপ সাজানোর কাজ চলতে দেখা গেছে। বিদ্যমান পরিস্থিতির কারণে এবার শাস্ত্রীয় অনুষ্ঠান হলেও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না এই মণ্ডপে। ফার্মগেটের খামারবাড়ি পূজামণ্ডপে প্রতিমা স্থাপন হয়ে গেছে। তবে আজ সকালেও মণ্ডপ প্রস্তুতকরণের কাজ চলতে দেখা গেছে। কলাবাগান মাঠের পূজামণ্ডপের কাজও শেষ দিকে। সন্ধ্যা নাগাদ প্রস্তুতি শেষ হয়ে যাবে বলে জানান আয়োজকরা। রমনা কালীমন্দিরের প্রতিমাও প্রস্তুত হয়ে গেছে। প্রতিমা স্থাপন ও সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। তবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রতিমা স্থাপন ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে সবার আগে।
অপরদিকে পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার ঘুরে আজ সকালে দেখা গেছে, পূজার প্রস্তুতি চললেও অন্যান্য বছরের মতো এবার আনন্দ নেই পূজারীদের মনে। আয়োজনেও চলছে কাটছাট।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, পূজামণ্ডপগুলোয় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। স্বাধীনতার পর এই প্রথম কোনো সেনাপ্রধান দুর্গাপূজার প্রস্তুতি দেখার জন্য মন্দিরে এসেছেন, যা থেকে বোঝা যায় পূজার নিরাপত্তার জন্য সরকার চেষ্টা করছে।
পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ অপতৎপরতা চালানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গাজীপুরে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবারের দুর্গাপূজা খুব ভালোভাবে হবে। কোনো ধরনের অসুবিধা হবে না। প্রতিবার পুলিশ ও আনসার সদস্যরা থাকে, এবার বাড়তি দল র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’