এক হাজার এতিমকে খাওয়াবে কি স্টার কাবাব?
স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে খেতে গেলে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, কাচ্চি বিরিয়ানির সঙ্গে পচা ও গন্ধযুক্ত টিক্কা দেওয়ার প্রতিবাদ করায় তাকে মারে ওই রেস্টুরেন্টের লোকজন। পরে মামলাও হয়।
যদিও জানা গেছে, কর্তৃপক্ষ পরে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে। আবার এক হাজার এতিম খাওয়ানোর শর্তে তারা ক্ষমা পেয়েছেন বলেও চাউর হয়। রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব না হলেও তথ্যের সত্যতা দাবি করেছেন ভুক্তভোগী সালেহ মোহাম্মদ রশীদ অলক নিজেই। তিনি এনটিভি অনলাইনকে বলেন, আমাকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় ও ক্ষতিপূরণ দিতে চাইলে আমি তাদের এক হাজার এতিমকে উন্নমানের খাবার পরিবেশনের শর্ত দিই। তারা সেই শর্ত মেনে নিয়েছে।
মামলা প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি ৬ অক্টোবরের। সেদিনই আমি মামলা করি। পরে নাম উল্লেখ করা ১১জনকে গ্রেপ্তার করে পুলিশ তাদেরকে আদালতে পাঠায়। পরের দিন আদালত থেকে জামিন নেন তারা।
অপর এক প্রশ্নে অলক বলেন, মামলা তুলিনি। তারা যেহেতু শর্ত মেনে নিয়েছে, সেই শর্ত পূরণ করলেই হলো।
বনানী থানায় খোঁজ নিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা করেন। ওই ১১ জনকেই আমরা গ্রেপ্তার করে আদলতে পাঠিয়ে দিয়েছি।