বাড্ডায় বাসচাপায় নারী নিহত, সহকর্মীদের সড়ক অবরোধ
রাজধানীর বাড্ডার প্রগতি সরণি সড়কে আকাশ পরিবহনের একটি বাসের চাপায় আইরিন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে বাড্ডার ফুজি ট্রেড সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ।
নিহত নারী নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে, চালক ও হেলপারকে খুঁজে পায়নি তারা।
পুলিশ জানায়, এ ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগে আসা ও যাওয়ার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস জানান, বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
মো. আব্বাস বলেন, ‘দুর্ঘটনার পর ওই কোম্পানির কর্মীরা রাস্তা অবরোধ করে। তাদের অনেকেই রাস্তা ছেড়ে এখন চলে গিয়েছে। যান চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে।’