লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারকে আর্থিক সহায়তা
লক্ষ্মীপুরসহ নোয়াখালী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২ পরিবারকে পুনর্বাসনে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ১৫ হাজার টাকা করে সাত লাখ ৮০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আমেরিকা প্রবাসীদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ অর্থ সহায়তা দেওয়া হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পদ্মাসন সিংহ।
বিশেষ অতিথি ছিলেন নর্থ অ্যামেরিকা প্রবাসী নুরুল মোত্তালিব চৌধুরীর, লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া, জেলঅ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ, সাংবাদিক নিজাম উদ্দিন, জামাল উদ্দিন রাফি প্রমুখ।
প্রধান অতিথি পদ্মাসন সিংহ বলেন, খাল-নদী অবৈধ দখল ও পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় এখনও অনেক এলাকায় জলাবদ্ধতা রয়েছে। আমরা খালবিল অবৈধ দখলদারদের কাছ থেকে মুক্ত করতে কাজ করছি। ভবিষ্যতে কেউ যেন খালবিল অবৈধভাবে দখল করতে না পারে, এ নিয়ে সবাইকে সজাগ থাকতে হবে।