ঐক্যের বিকল্প যেন অন্য কিছু না হয়, কোনো বিভাজন না হয় : আযম খান
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন নিয়ে যেন কোনো তালবাহানা না হয়। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্য নিয়েও কোনো তালবাহানা প্রত্যাশা করি না। ঐক্যের বিকল্প যাতে অন্য কিছু না হয়, কোনো বিভাজন না হয়, তা নিয়ে আমরা আমাদের বক্তব্যে সবসময় সীমারেখা টেনে বক্তব্য রাখি। কারণ, আমরা এ জাতিকে দেখেছি বারবার বিপদগ্রস্ত হতে। জাতিকে আর কোনো ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্রে বিপর্যস্ত হতে দিতে চাই না।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরে বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে আযম খান এসব কথা বলেন। শহরের গোডাউন রোড এলাকায় বশির ভিলা হলরুমে জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।
আযম খান আরও বলেন, এ জাতিকে আগামি দিনে নেতৃত্ব দেবার জন্য এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই রাষ্ট্রকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠনের জন্য এবং বিশ্ব রাষ্ট্রগুলোর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবার জন্য দেশনায়ক তারেক রহমান আমাদেরকে প্রস্তুত করেছেন। তেমনি পুরো জাতিকে প্রস্তুত করবার জন্য তার সমস্ত নেতাদেরকে তার সমস্ত বিশ্বস্ত হাতিয়ারকে সারাদেশে পাঠাচ্ছেন। তার নির্দেশেই সারা জাতি ও বিএনপিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছি। তাই বলবো আপনারা ঐক্যবদ্ধ হোন।
বিএনপির এই নেতা বলেন, সাংবাদিক ভাইয়েরা আপনারাও ঐক্যবদ্ধ হন। আপনারাও সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন করুন, যেন কোনো রকমের কেউ যেন বাইরে এবং ভেতরে থেকে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে। আমাদের সামনে গণতন্ত্রের অগ্রযাত্রার যে নির্বাচন, সে নির্বাচনকে ব্যাহত করতে না পারে।
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ভিপি হারুন, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।
প্রতিনিধি সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।