সাভারে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল দুই নির্মাণ শ্রমিকের
সাভারে একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে মারা গেছেন দুই নির্মাণ শ্রমিক। তাদের পরিচয় এখনও জানা যায়নি। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। এক পর্যায়ে তার কোনো সাড়া শব্দ না পেয়ে অপর শ্রমিকও ওই সেপটিক ট্যাংকের মধ্যে নামেন।
এরপর দুজনেরই কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অচেতন অবস্থায় দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়দের সহযোগিতায় পরিচয় শনাক্ত সম্ভব না হলে মোবাইল ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার দিয়ে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।