সুষ্ঠু কর্মপরিবেশের দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে মানববন্ধন করেন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধনে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম বলেন, কতিপয় অকৃতকার্য ছাত্র-ছাত্রী শিক্ষা বোর্ডের এখতিয়ার বহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে গেটে তালা ঝুলিয়ে অবরুদ্ধ করাসহ গালমন্দ এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। তারই প্রতিবাদের অংশ হিসেবে সারাদেশে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। এমন অবস্থায় সুষ্ঠু কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আমরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারী, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মোহাম্মদ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।