ছাত্রলীগ নিষিদ্ধ করায় পাবনায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করায় পাবনায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মেইন গেটে এসে শেষ হয়।
মিছিল শেষে মিষ্টি বিতরণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।