মেঘনায় ৫ ড্রেজার জব্দ, ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সময় ৫টি ড্রেজার ও ১২ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ ছাড়া মেঘনা নদীর জাফরাবাদ ও নতুনচর বালুমহালেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইজারায় শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
সাজা প্রাপ্ত ১১ জন হলেন কামাল ভুইয়া (৫২), আল আমিন (২৮), মো. জুবায়ের (৩৭), আব্দুর রহমান (২৬), জসীম উদ্দীন (৩৯), মোস্তফা (৩৬), মো. নবীর (২৬), মো. হুমায়ুন কবির (৩০), মো. খোকন (৪০), মো. ইমাম হোসেন (৩৬) ও মো. আলমগীর (৫৪)।
আদালত পরিচালনাকালে নবীনগর থানা পুলিশ এবং নৌপুলিশের দুটি দল সহযোগিতা করে।
জব্দ করা পাঁচটি ড্রেজার হচ্ছে এম বি তামিম, দুই ভাই এক বোন, হাবিবা, মদিনার পথে ও বাইতুল মোকাদ্দেস লোড ড্রেজার। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা জানান, তাঁদের অভিযান অব্যাহত থাকবে।