পুলিশ পরিচয়ে ৭ বিদেশি জাতের গরু নিয়ে যাওয়ার অভিযোগ
নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশি জাতের সাতটি গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সিরাজুল ইসলাম নামে খামারিকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে গুরুগুলো নিয়ে যায়।
আজ বুধবার (৬ নভেম্বর) ভোররাতে উপজেলা সদরের বিষ্ণপুর বরবড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খামারির অভিযোগ ৮-১০ জনের একটি দল পুলিশ পরিচয়ে খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের সাতটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় তাঁর ছেলে আব্দুস সালাম (২৬) বাদী হয়ে আজ দুপুরে রাণীনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এদিকে এই ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উপজেলাজুড়ে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আগেই থানা পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী।
খামারের মালিক সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই খামারে গরু লালন-পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে আটটি বিদেশি জাতের গরু ছিল। গতকাল রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক ২টার দিকে ৮-১০ জন থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলে। পুলিশ পরিচয় দেওয়ায় আমি দরজা খুলে দিই। কিন্তু কিছু বোঝে ওঠার আগেই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র ও ছুরির মুখে জিম্মি করে। এরপর তারা আমার খামারের দরজা খুলে বিদেশি জাতের তিনটি গাভি ও চারটি বাছুর নিয়ে গেছে। এ ঘটনায় আমরা আজ দুপুরে রাণীনগর থানায় লিখিত অভিযোগ করেছি।
অভিযোগকারী আব্দুস সালাম বলেন, আমাদের খামারটি বাড়ি থেকে একটু দূরে হওয়ায় প্রায় প্রতিদিন বাবাকে রেখে আমি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসি। কিন্তু আজ সকালে গিয়ে জানতে পারি আমার বাবাকে হাত-পা বেঁধে খামার থেকে চারটি বাছুর ও তিনটি গাভি কে বা কারা নিয়ে গেছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।