গোপালগঞ্জে কৃষি উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা
সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণকেন্দ্রে অনুষ্ঠিত গোপালগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তর পার্টনার বি এ এম অঙ্গের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা কৃষি বিপণন অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি পার্টনার বি এ এম অঙ্গের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএডিসির উপ-পরিচালক সঞ্জয় কুমার দেবনাথ, ঢাকার কৃষি বিপণন অধিদপ্তরের কনসালটেন্ট ড. মাহবুব আলম। এ কর্মশালায় ৫০ জন স্থানীয় কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।