‘ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে ফল ভালো হবে না’
বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বর্তমান সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে ধরে রাখলে, তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা।
আজ শনিবার (৯ নভেম্বর) সকালে নগরীর সদর রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সদর রোডে আসতে থাকে নেতাকর্মীরা। এক পর্যায়ে দলীয় কার্যালয় সংলগ্ন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসের রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরের যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন ও সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ যেমন প্রাণ খুলে কথা বলতে পারেনি, তেমনি কোন রাজনৈতিক দলকেও করতে দেওয়া হয়নি সভা-সমাবেশ। মানুষের গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নিয়ে নগর প্রদক্ষিণ করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি নগরীর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণের পর পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।