ভারত থেকে এলো আরও ৭৪ ট্রাক আলু, নেই দাম কমার প্রভাব
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন ট্রাকে ট্রাকে বিপুল পরিমাণ আলু আমদানি হলেও দামে লাগাম টানা যাচ্ছে না। ফলে ভোক্তাদের বাজার থেকে ৬০ টাকার ওপরে কিনতে হচ্ছে আলু।
আজ শনিবার (৯ নভেম্বর) সারাদিন ভারত থেকে ৭৪টি ট্রাকে ১ হাজার ৮৫৩ কেজি ৮০৪ গ্রাম আলু আমদানি করা হয়েছে। যা গেল দিনের চেয়ে ছিল সর্ব্বোচ্চ। গত বৃহস্পতিবারের চেয়ে আজ আমদানিকৃত আলুর দাম কেজিতে ২/১ টাকা করে বেড়েছে।
বন্দরের আমদানিকারকরা জানান, দেশে ভোক্তা পর্যায়ে দাম স্বাভাবিক রাখতে সরকারের নির্দেশে আলু আমদানি অব্যাহত রাখা হয়েছে। আর এ কারণে প্রতিবেশি দেশ ভারত থেকে আলু আমদানি করা হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচাপণ্য আমদানিকারক মো. সাইফুল ইসলাম জানান, ভারত থেকে গ্রানুলা (সাদা) জাতের আলু ৫০ থেকে ৫১ টাকা এবং কার্ডিনাল জাতের আলু ৫৩-৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বন্দরের পানামা পোর্টে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত আলু কেনা-বেচা হয়। দেশের বাজারে আলুর সংকট থাকায় দাম বেড়েছে। তবে এখনই দাম কমের কোনো সুখবর নাই।
বন্দরের আরেক কাঁচাপণ্য আমদানিকারক মো. আনোয়ার হোসেন বিনা জানান, সরকার গত সেপ্টেম্বরে আলু আমদানিতে শুল্ক কমিয়ে দিলেও আমদানি করে এনে পড়তা না থাকায় তখন আমদানি করা যায়নি। কিন্তু এরই মধ্যে দেশে আলুর দাম বেড়ে গেলে ভারত থেকে আমদানি শুরু করেছি। অন্যদিকে ভারতেও দাম বাড়ছে। তাই কতদিন আমদানি করা যাবে সেই চিন্তাই আছি।
হিলি স্থলবন্দরের শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. শফিউল আলম জানান, প্রতিদিনই ভারত থেকে আলু আমদানি হয়ে দেশে আসছে। আজ শনিবার ৭৪টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৮৫৩ কেজি ৮০৪ গ্রাম আলু আমদানি করা হয়েছে। গত বৃহস্পতিবার আমদানির পরিমাণ ছিল ৭১টি ভারতীয় ট্রাকে ১ হাজার ৮১৮ কেজি ৭৫০ গ্রাম। বলা যায় প্রতিদিন আলু আমদানিতে গতি বাড়ছে।
মো. শফিউল আলম আরও জানান, বিশেষ করে কাঁচাপণ্যের ক্ষেত্রে আমদানি হয়ে আসা পণ্যটি খালাসে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যাতে ব্যবসায়ীরা তাদের পণ্য দ্রুত সময়ে গন্তব্যে নিয়ে যেতে পারেন।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, হিলি বাজারসহ আশপাশের এলাকায় খুচরা বাজারে প্রকারভেদে আলু ৬৫-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী মো. ইউসুফ আলী জানান, কৃষি মন্ত্রণালয় থেকে হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানির জন্য অনুমতির (আইপি) সংখ্যা যেখানে দিনে ৩ থেকে ৪ জন করে আমদানিকারক আইপি পেতেন। এখন সেখানে প্রতিদিন ৮ থেকে ১০ জন আমদানিকারক আলু আমদানির আইপি পাচ্ছেন।