ভারতে অনুপ্রবেশকালে বেনাপোল সীমান্তে আটক ৬ বাংলাদেশি
যশোরর বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ছয় বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এর মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, দুজন নারী ও এক শিশু। আজ বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বিজিবি তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মাটাইন গ্রামের আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ সূত্রধর (২৮), ভানু রানী (৪৬), প্রীতি সূত্রধর (২০) এবং নড়াইল সদর উপজেলার ধুন্দা গ্রামের আব্দুল জব্বার (২৯) ও বড়কালীন গ্রামের রিনা খাতুন (৪৫)।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে কয়েকজন বাংলাদেশি নারী-পুরুষ ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাবে। এমন খবরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে ধান্যখোলা বিজিবির ক্যাম্পের একটি দল ওই গ্রামের পূর্বপাড়া নামক স্থানে অবস্থান নেয়। এ সময় ছয় বাংলাদেশি ভারত সীমান্তের দিকে যেতে চাইলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।