পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

পটুয়াখালীর দশমিনায় সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রলিচালকসহ নিহত নারীর দুই শিশু। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার দশমিনা-রনগোপালদী সড়কের কাপুরিয়া কাচারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মোছা. তানজিলা (২৮) ও মো. সাকিব খান (২২)। নিহত তানজিলা উপজেলার আরজবেগী গ্রামের মো. জিয়া প্যাদার স্ত্রী আর সাকিব লক্ষ্মীপুর গ্রামের মো. হাসান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত তানজিলা তার পাঁচ বছর ও দেড় বছরের দুই শিশু সন্তানকে কোলে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করেবাড়ি ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে দশমিনা-রনগোপালদী সড়কের কাচারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মক্কা ট্রেডার্স নামে একটি ট্রলির সামনের চাকা ফেটে অটোরিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তানজিলা মারা যান। ট্রলির নিচে চাপা পড়ে ট্রলির চালক সাকিব, ওই নারীর পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ ও এক বছরের ছেলে মো. আবু বক্কর এবং অটোরিকশাচালক মো. খলিল (৩২) গুরুতর আহত হন।
এরপর স্থানীয় লোকজন আহত দুই শিশুসহ সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত শিশুসহ সবাইকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে বাউফলের বগা ফেরিঘাট এলাকায় পৌঁছালে সাকিব মারা যান।
দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদা নাসরিন (জিতু) বলেন, ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুনেছি ট্রলিচালক পথেই মারা গেছেন।
নিহত তানজিলার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার দুই ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আজ সকালে বাড়ি থেকে বের হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’