আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি : যুবদল সভাপতি
‘আপনারা কিন্তু স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। আপনারা মনে করছেন দল ক্ষমতায়, আমরা কিন্তু ওই অবস্থানে নেই। আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। আপনারা বুঝতে পারতে পারছেন না কিন্তু। বিএনপিতে কোনো ভাই ভাই গ্রুপিং থাকবে না। সবাইকে একীভূত করা হবে।’
আজ বুধবার (২০ নভেম্বর) রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কথা বলেন।
সারা দেশে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জন্য ‘সাম্য মানবিক সমাজ নির্মাণে দিকনির্দেশনামূলক’ জেলাভিত্তিক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হচ্ছে।
যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করতে হলে, নির্বাচনে বিজয়ী হতে হলে সবাইকে এক সাথে কাজ করতে হবে। আপনারা মনে করবেন না বিএনপি ক্ষমতায় এসে গেছে। আপনাদের আগামীতে মাঠে থেকে কাজ করতে হবে। দলের বাইরে কোনো কাজ করবেন না।’
‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, উদারতা দিয়ে মানুষের মনকে জয় করতে হবে’ উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, ‘যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে এক হয়ে আবারও মাঠে থেকে কাজ করতে হবে। বিএনপিকে বিজয়ী করতে হলে আবারও আন্দোলনের জন্য প্রস্তুত হোন। আন্দোলন করে সফল হতে হবে। এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি। এখন থেকে কোনো ভাইয়ের নামে স্লোগান দিবেন না। স্লোগান হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।’
এ সময় রাজবাড়ীর আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জিল্লুল হাকিমকে অবিলম্বে গ্রেপ্তার করতে প্রশাসনকে অনুরোধ করেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির, কেন্দ্রীয় নেতা আমান উল্লা আমান, বিল্লাল হোসেন তারেক, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম রোমান প্রমুখ।