স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা করা সেই নারীসহ আটক ৩
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আশুলিয়ায় জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মিথ্যে হত্যা মামলা করার অভিযোগে কুলসুম বেগম নামে এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে কক্সবাজার থেকে কুলসুমকে হেফাজতে আনা হয়।
প্ররোচণার অভিযোগে আটক অন্য দুজন হলেন—সফিক ও রুহুল আমিন।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্র-জনতার বিজয় মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী আল আমিন নিহত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছিলেন কুলসুম বেগম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহীনুর কবির। তিনি জানান, মামলার বিষয়টি প্রকাশিত হলে ১৩ নভেম্বর আল আমিন সিলেটের দক্ষিণ সুরমা থানায় গিয়ে দাবী করেন, তিনিই কুলসুমের স্বামী। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হলে গা ঢাকা দেন কুলসুম বেগম।
কুলসুমের দায়ের করা হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হোসেন জানান, ভিকটিম আল-আমিনকে সিলেট থেকে উদ্ধার করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আল আমিন জীবিত আছেন এই মর্মে বিজ্ঞ আদালতে জবানবন্দি দিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরেন। ওই আদালত থেকে কুলসুম বেগমকে উপস্থিত হতে সমন জারি করা হলেও তিনি হাজির হননি। পরে গতকাল তাকে আটক করা হয়।