আদালতের রায়ের ভিত্তিতে অটোরিকশা চালকদের দাবি পর্যালোচনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/24/jahangir_alom.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম বলেছেন উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে অটোরিকশা চালকদের দাবি পর্যালোচনা করবে সরকার। আশা করি সন্তোষজনক সমাধান হবে।
আজ রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই নির্দেশনা পেলে মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। সন্তোষজনক সমাধান হবে। আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। তাদের দাবি পর্যালোচনা করা হবে।’
সবরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয় সেজন্য জেলা পর্যায়ে ডিসি ও এসপিদের নিয়ে কমিটি করা হচ্ছে। ভুয়া ও মিথ্যা মামলা যেন না হয় সে বিষয়ে পদক্ষেপ নেয়া হচ্ছে। ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের নিয়ে কমিউনিটি পুলিশ তৈরি করা হবে।