দেশে অস্থিরতা তৈরির পরিকল্পিত যড়যন্ত্র চলছে : নাহিদ ইসলাম
দেশে অস্থিরতা তৈরির জন্য পরিকল্পিতভাবে যড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম চালাক, এটা তো অনেকে চাচ্ছে না, বিশেষ করে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আজ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একডেমিতে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কার্যক্রম নস্যাত করতে এবং সারাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য এসব করা হচ্ছে। তবে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এসব করছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
বাসসের প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলা হয়, পরিকল্পিত যড়যন্ত্র ও অপপ্রচার রুখে দিতে বিল্পবী চেতনার রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘জনগণের কাছে আহ্বান থাকবে, যেহেতু আমরা একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আছি, সবার ভেতরে বিপ্লবী চেতনা আছে, উত্তেজনা আছে, সেটা যেন আমরা ইতিবাচকভাবে ব্যবহার করি।' তিনি আরও বলেন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোকে এখানে অনেক ভূমিকা নেওয়ার আছে। গণঅভ্যুত্থানে যেমন আমাদের মধ্যে ঐক্য ছিল, আমরা মনে করি, বর্তমান পরিস্থিতিতেও সবার ঐক্যের ভিত্তিতে এসব রুখে দিতে হবে।
উপদেষ্টা নাহিদ বলেন, মিথ্যা প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষকে রাজধানীতে জড়ো করা হয়েছিল। যে সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ ঢাকায় আনা হয়েছিল, সেই সংগঠনের প্রধানকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে।