বঙ্গবন্ধু রেল সেতুতে চলল পরীক্ষামূলক ট্রেন
যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে পরীক্ষামূলকভাবে ট্রেনটির চলাচল শুরু করা হয়।
জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সেতুটি উদ্বোধন করা হবে। এরপর সেতুটি দিয়ে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হবে।
বঙ্গবন্ধু রেল সেতুর প্রকল্প পরিচালক আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর ৪০০ মিটার উজানে দেশের সর্ববৃহৎ রেলসেতুর অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ হয়েছে। আজ পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হলো। চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুতে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে আপ ও ডাউন লাইনে শুরু হওয়া টেস্ট সর্বোচ্চ গতিতে ট্রায়াল ট্রেন চলাচল করবে আশা করছি।’