রাজধানীর মোহম্মদপুরে ‘অগ্নি বিল্লাল’ গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলার আসামি ও ‘কব্জিকাটা গ্রুপ’র অন্যতম সহযোগী মো. বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হত্যা মামলার আসামি ও কব্জিকাটা গ্রুপের অন্যতম সহযোগী মো. বিল্লালকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল মোহাম্মদপুরের আতঙ্কে পরিণত হয়েছিলেন।