মাদকের হোম ডেলিভারি চক্রের ৭ জন গ্রেপ্তার
রাজধানীতে মাদকের হোম ডেলিভারি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত অভিযান চালিয়ে এই সাতজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—আঁখি আক্তার (৩৪), রিপন আলী (৩৬), রিফাত রহমান রোদেলা (২৭), আলী মুকুল (৩৮), আফিফ আফতাফ (৫১), আনোয়ারা আলেয়া বেগম (৩২) ও নেয়ামত হোসেন (৩০)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে এক হাজার ৬৭০ পিস ইয়াবা, ৭ গ্রাম আইস ও ১৯০ পিস টাপেন্টাডল নামক মাদক জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, শনিবার প্রথমে আঁখি আক্তারকে ৫০ পিস ইয়াবাসহ হাজারীবাগ থেকে এবং রিপন আলীকে এক হাজার ৪৫০ পিস ইয়াবাসহ তেজগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার শেরেবাংলা নগরের শ্যামলীস্থ টিবি হাসপাতালের গেটের সামনে রিফাত রহমান রোদেলাকে সাত গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়। একইদিনে মোহাম্মদ আলী মুকুলকে ৫০ পিস ইয়াবাসহ ধানমণ্ডি থেকে এবং আফিফ আফতাফকে ১০ পিস ইয়াবাসহ ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার শ্যামপুর থেকে আনোয়ারা আলেয়া বেগমকে ১১০ পিস ইয়াবাসহ এবং উত্তরা থেকে নেয়ামত হোসেনকে ১৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চক্রটি মূলত নারীদের মাধ্যমে ইয়াবা ও আইস মাদক মাদকসেবীদের বাড়িতে পৌঁছে দিত। ইয়াবা পাচারকারীরা ঢাকা এবং আশপাশের এলাকায় মাদক পাঠিয়ে দিত এবং চক্রের সদস্যরা তা হোম ডেলিভারি করত। রিফাত রহমান রোদেলা, যিনি আইস সরবরাহ চক্রের একজন মূলহোতা, তাকে এর আগেও আইসসহ গ্রেপ্তার করা হয়েছিল।