‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গ্রেপ্তার সেই পিপিসহ ৪ জন রিমান্ডে
ঢাকায় জিরো পয়েন্টে ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে গণপিটুনির শিকারের পর গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমানসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন তাঁদের এই রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
যাঁদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁরা হলেন, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. শুকুর আলী, মোহাম্মদ আকরাম হোসেন হীরা।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জুসহ বিএনপির তিন কর্মী নিহত হন। এ সব মামলায় সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম রাখাল, মো. শুকুর আলী, মোহাম্মদ আকরাম হোসেন হীরার নাম আসামির তালিকায় রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক অ্যাডভোকেট আব্দুর রহমানকে পাঁচ দিন, অ্যাডভোকেট রেজাউল করিম রাখালকে পাঁচ দিন, শুকুর আলীকে তিন দিন ও আকরাম হোসেন হিরাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।