তুরিন আফরোজ চার দিনের রিমান্ডে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা তুরিন আফরোজকে গ্রেপ্তার করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।
এদিন আদালতে তুরিনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় নিজেই শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে রিমান্ডের শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ ওমর ফারুক ফারুকী।
এর আগে, বেলা ১ টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তুরিন আফরোজকে আদালতে আনা হয়। এরপর বিকেলে আদালতের এজালাসে তোলা হয়।
গতকাল সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজ বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা রয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, তুরিনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। গত ২৭ মার্চ ওই মামলাটি রজু হয়। ওই মামলাটিতে হত্যার উদ্দেশ্যে আব্দুল জব্বার (২১) নামের এক ছাত্রকে গুলিবিদ্ধ করে মারাত্মকভাবে আহত করার অভিযোগ আনা হয়। হামলার পরিকল্পনায় ছিলেন তুরিন আফরোজ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে ২০১৩ সাল থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ।