গণঅধিকার পরিষদ নামে অন্য দলকে নিবন্ধন না দিতে নুরের আহ্বান
গণঅধিকার পরিষদ নামে অন্য কোনো দলকে নিবন্ধন না দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আরজি জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিইসির সঙ্গে সাক্ষাত করে তিনি এ আরজি জানান।
সম্প্রতি তার দল গণঅধিকার পরিষদ (জিওপি) নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে। একই নামে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন একটি অংশও ইসির নিবন্ধন চেয়েছে। এমনকি, গত ২ সেপ্টেম্বর তার নেতৃত্বাধীন অংশের নেতাকর্মীরা ইসি সচিবের কক্ষের বাইরে হট্টগোলও করেছে।
সিইসির সঙ্গে সাক্ষাতের বিষয়ে নুরুল হক নুরল গণমাধ্যমকে বলেন, আমরা বলেছি আমাদের দলেরই একটি অংশ বেরিয়ে গিয়ে এখন নিবন্ধন চায়। তারা ইসিতে এসে বিশৃঙ্খলাও করেছে। আমরা বলেছি আমাদের দলের নামের মতো কোনো দলকে যেন নিবন্ধন না দেওয়া হয়। এ ছাড়া নির্বাচনব্যবস্থা সংস্কারসহ নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তবে সেগুলো বলার মতো নয়।
গত ২ সেপ্টেম্বর নুরের নেতৃত্বাধীন অংশ গণঅধিকার পরিষদের (জিওপি) নামে নিবন্ধন পেলে রেজা কিবরিয়া অংশের গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে বেশকিছু নেতাকর্মী নির্বাচন ভবনে আসেন। এরপর তারা ইসির সচিবের দপ্তরেও ঢুকে যান। সেখানে 'অযৌক্তিভাবে' সেদিনের মধ্যেই নিবন্ধন দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন, যে ঘটনাকে ‘সীমা অতিক্রম’ হিসেবে ব্যাখ্যা করেন সে সময়কার ইসি সচিব শফিউল আজিম।
শফিউল আজিম সে সময় বলেছিলেন, ঠিক অবরুদ্ধ নয়, অনেকটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন। একজনের আচরণ লিমিট ক্রস করেছে। বিষয়টি আমরা সরকারকেও জানিয়েছি। এভাবে তো হয় না। আমরা বলেছি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়া চলছে। কিন্তু সেটা তারা মানতে নারাজ।