মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিদেশি মদসহ গ্রেপ্তার ২
মুন্সীগঞ্জের টংগিবাড়ী পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক, বিপুল কার্তুজ ও বিদেশি মদসহ গ্রেপ্তার হয়েছেন এক যুবক ও এক নারী। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের উত্তর মূলচর ও চরবেশনাল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, ৪৬ রাউন্ড বন্দুকের কার্তুজ, তিন রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার করা দুজন হচ্ছেন দীঘিরপাড় ইউনিয়নের বেশনাল গ্রামের মো. সোহেল সৈয়াল (২৩) ও একই ইউনিয়নের চরবেশনাল গ্রামের মোছা. বেগম (৪৬)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার উত্তর মূলচর গ্রামে দীঘিরপাড়-সিপাহীপড়া সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ৬ রাউন্ড বন্দুকের কার্তুজসহ সোহেল সৈয়ালকে গ্রেপ্তার করে তারা। রাতেই তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে চরবেশনাল গ্রামের অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের হামিদ আকনের বসতঘরে তল্লাসি চালিয়ে ৪০ রাউন্ড বন্দুকের কার্তুজ, তিন রাউন্ড পিস্তলের গুলি ও ২৫ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এ ঘটনায় মোছা. বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়।