ছাত্র হত্যা মামলায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/09/madaripur_news.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহিদ সন্নামাত হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে। আজ সোমবার (৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত ১৯ জুলাই শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহিদ সন্নামত যোগ দেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তিনি। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তাঁরা। এ ঘটনায় ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান গত ২৫ আগস্ট রাতে বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। যেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ ৯২ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আসামি রয়েছেন আরও ৫০০ থেকে ৭০০ জন।
ওসি বলেন, কাজল কৃষ্ণ দেকে বিসিক শিল্পনগরী থেকে দুপুরে গ্রেপ্তার করা হয়। তাকে তাওহিদ সন্নামাত হত্যা মামলায় আদালতে পাঠানো হবে।