গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে : আমান
বিডিআর হত্যাসহ ছাত্রজনতা গণহত্যার আসামি শেখ হাসিনা, আইন অনুযায়ী তাঁর বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাঁকে দেশে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপিসহ সব ইউনিটের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে দিশা টাওয়ারে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে আমান উল্লাহ আমান এ মন্তব্য করেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, সম্প্রতি ভারত ইস্যূ নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তা মোকাবিলা করব।
আমান উল্লাহ আমান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। সেই নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি মেহেদী আহম্মেদ রুমী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।