বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক
বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি সংশোধিত অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ডেনমার্ক সরকার বাংলাদেশ সরকারকে অনুদান হিসাবে প্রায় ৫৯ কোটি টাকার সমতুল্য ৩৫ মিলিয়ন ডেনিশ ক্রোন (ডিকেকে) প্রদান করবে। গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ডেনমার্ক সরকারের পক্ষে ডেনমার্কের ঢাকাস্থ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেনমার্ক দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র ও সুশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান প্রদান করবে।
বাংলাদেশ ও ডেনমাকের্র মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা প্রদান করে আসছে। এ ছাড়া ডেনমার্ক সরকারের সঙ্গে সরকারের বাণিজ্যিক সম্পর্কও বিদ্যমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।